নিজস্ব প্রতিবেদন: আবুধাবিতে প্রথম মন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরব আমিরশাহির রাজধানী আবুধাবিতে বসবাস করেন প্রায় ৩০ লক্ষ ভারতীয়। এদিন ব্যাপস স্বামীনারায়ণ মন্দিরের শিলান্যাস করে আবুধাবির যুবরাজকে ধন্যবাদ জানান মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবুধাবির মাটিতে প্রথম মন্দিরের শিলান্যাস করে তার মূল ভবনটির মডেলও উন্মোচিত করেন মোদী। মন্দিরের প্রতিষ্ঠা করতে জমি দেওয়ার জন্য আবুধাবির যুবরাজকে বিশেষভাবে ধন্যবাদ জানান নমো। বিদেশমন্ত্রকের কথায়, ''আরব আমিরশাহিতে সহিষ্ণুতা ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠবে এই মন্দির।'' 



আরও পড়ুন- আবুধাবির যুবরাজের মুখে 'জয় শ্রী রাম', ভাইরাল ভিডি


দুবাইয়ে অনাবাসী ভারতীয়দের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ''দেশ থেকে দূরে আবুধাবিতে নিজের ঘরের মতো থাকেন ৩০ লক্ষ ভারতীয়। আমাদের সভ্যতায় মন্দিরের সঙ্গে মানবিকতার সম্পর্ক। আমি বিশ্বাস করি, শুধু স্থাপত্যশৈলী ও বৈভবেই নয়, এই মন্দির 'বাসুধৈব কুটুম্বকম'-এর আদর্শও ছড়িয়ে দেবে গোটা বিশ্বে।''