PM Modi at G7: জি-৭`য়ে যোগ দিতে মিউনিখে নেমে শুভেচ্ছায় ভেসে গেলেন প্রধানমন্ত্রী
জার্মানি থেকে ভারতে ফেরার পথে মোদী আবু ধাবিতে নামবেন। সেখানে আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক আছে।
নিজস্ব প্রতিবেদন: আজ, রবিবার ভোরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিউনিখে পৌঁছলেন। জার্মানিতে অনুষ্ঠিত জি ৭ বৈঠকে যোগ দিতেই তাঁর এই যাওয়া। সেখানে পৌঁছেই তিনি উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছায় ভেসে গেলেন।
জি-৭ বৈঠক ব্যতীত জলবায়ু, শক্তি, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, লিঙ্গসাম্য ইত্যাদি নানা বিষয় নিয়ে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসবেন মোদী। কিছু কিছু ক্ষেত্রে দ্বিপাক্ষিক বৈঠকও থাকছে। স্বয়ং প্রধানমন্ত্রী টুইটও করেছেন, তিনি আশা করছেন, তাঁর সমস্ত বৈঠকই ফলপ্রসূ হবে।
জার্মানি থেকে ভারতে ফেরার পথে মোদী আবু ধাবিতে নামবেন। সেখানে আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক আছে।
আরও পড়ুন: Saudi Arabia: পুরুষদের 'লোভী দৃষ্টি ও অনাকাঙ্ক্ষিত মনোযোগ' এড়ানোর জন্য কী করলেন সৌদি রমণীরা জানেন?