নিজস্ব প্রতিবেদন: এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাবির বিরুদ্ধেই প্রশ্ন তুলে দিলেন পাক অধিকৃত কাশ্মীরের নেতা তওকির গিলানি। শনিবার তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘কাশ্মীর ‌যে পাকিস্তানের তা কোথায় লেখা রয়েছে? কোনও চুক্তিপত্রেই একথা লেখা নেই।’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গিলানি আরও বলেন, ‘কাশ্মীর ‌যে পাকিস্তানের এরকম একটি প্রেপাগান্ডা বহুদিন ধরেই করা হচ্ছে। এর কোনও অর্থ হয় না। টিভিতে পাক নেতারা আমাদের বিশ্বাসঘাতক বলেন। কিন্তু আমাদের দেওয়া জল পান করে বেঁচে রয়েছে। আর আমাদের ওদের কাছে ২০ টাকা কেজি নুন কিনে খেতে হচ্ছে। কারা বিশ্বাসঘাতক!’


এখানেই থেমে থাকেননি তওকির গিলানি। তিনি বলেন, কাশ্মীরের নেতাদের খুন করেছে পাক জঙ্গিরা। কাশ্মীরি নেতা মিরওয়াইজ ওমর ফারুক ও সাজ্জাদ লোনের বাবাকে ওরাই খুন করেছে। উল্লেখ্য, ১৯৯০ সালে ২১ মে নিজের বাসভবনে খুন হন মির ওয়াইজ ওমর ফারুকের বাবা। পাশাপাশি ২০০২ সালের ২১ মে খুন হন সাজ্জাদ লোনের বাবা আবদুল গনি লোন।


আরও পড়ুন-প্রাণনাশের আশঙ্কা, ২৪ ঘণ্টার ক্যামেরার সামনে চাঞ্চল্যকর দাবি শুভ্রাংশুর