ওয়েব ডেস্ক: প্যারিস হামলার প্রায় চার মাস পর, অবশেষে পুলিসের জালে মূল অভিযুক্ত সালাহ আবদেসালাম। নভেম্বরে প্যারিস হামলার পর থেকে ইউরোপ জুড়ে মোস্ট ওয়ান্টেড জঙ্গি বছর ২৬-এর সালাহ। ব্রাসেলসের মোলেনবিক-সেইন্ট-জিন থেকে ধরা পড়ল সে। পুলিসি অভিযানে তার পায়ে গুলি লেগেছে বলে খবর। সালাহকে গ্রেফতারের খবর স্বীকার করেছে বেলজিয়াম প্রশাসন। গত বছর নভেম্বরে প্যারিসে আইসিস জঙ্গি হামলায় প্রাণ হারান ১৩০ জন। গোয়েন্দা সূত্রে খবর, যে ১০ জনের জঙ্গিদল সেই হামলা চালায়, তার শেষ জীবিত জঙ্গি এই সালাহ আবদেসালাম। হামলার পরই সে ব্রাসেলসে পালিয়ে যায়। এ সপ্তাহের শুরুতে ব্রাসেলসের আরেক প্রান্তে একটি অ্যাপার্টমেন্ট থেকে আবদেসালামের হাতের ছাপ পায় পুলিস। সেখানে পুলিসি অভিযানে মারাও যায় এক আইসিস জঙ্গি। সালাহকে ধরতে বেশ বেগ পেতে হয় পুলিসকে। প্রত্যক্ষদর্শীদের দাবি,গুলির লড়াই চলে দু'পক্ষের মধ্যে।