ওয়েব ডেস্ক : 'বরফ মহিলা'! 'গাড়ির মধ্যেই বসে থেকে জমে বরফ হয়ে গেছেন এক মহিলা'। হাডসন পুলিসের কাছে ঠিক এই মর্মেই একটা ফোন পৌঁছায়। তড়িঘড়ি ছুটে আসে পুলিস। ভাঙা হয় জানলার কাচ। আর তারপরই ভ্যাবাচ্যাকা খেয়ে যায় পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গাড়ির মধ্যে বসে একটি ম্যানিকুইন। কোনও মহিলা নয়। ওই ম্যানিকুইনের মুখে জড়ানো অক্সিজেন মাস্ক। যা বাইরে থেকে দেখলে মনে হচ্ছে 'জমে বরফ' হয়ে গেছেন ওই মহিলা। যা দেখেই ভুল হয় পুলিসের। গাড়ি মালিককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তিনি চিকিত্সা সংক্রান্ত জিনিসপত্র বিক্রি করে থাকেন। আর তাঁর কাজে যাতে 'সাহায্য' হয়, তাই তিনি ওই ডামি ব্যবহার করে থাকেন।


আরও পড়ুন, এভাবেই টেনেহিঁচড়ে মহিলাকে নামিয়ে দেওয়া হল প্লেন থেকে (দেখুন ভিডিওতে)