জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫০০ জনেরও বেশি পুলিস। পাঠাল পাকিস্তান। কেন? চিনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে পাকিস্তান। তাই তাঁদের নিরাপত্তায় দেড় হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করল পাক সরকার। জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় চিনা নাগরিকদের নিরাপত্তা দিতে সেখানে দেশের স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)-এর ১৫০০ নিরাপত্তাকর্মীকে মোতায়েন করেছে পাকিস্তান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Imran Khan: ইমরানকে গ্রেফতার করতে লাহোরে বিশাল পুলিস বাহিনী, খবর পেয়েই হাজির হাজার হাজার পিটিআই সমর্থক


কিন্তু কেন হঠাৎ করে পাকিস্তান খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল? 


জানা গিয়েছে,  খাইবার পাখতুনখোয়ায় নানা উন্নয়নমূলক প্রকল্পে কাজ করছেন চিনা নাগরিকেরা। তাঁদের উপর জঙ্গি হামলা হতে পারে এমন একটা আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকেই সেখানে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে পাক সরকার। আসলে গত বছরে এই অঞ্চলে ৪৯৫টি জঙ্গি হামলা হয়েছিল। খাইবার পাখতুনখোয়া পুলিসের আইজি আখতার হায়াত খান জানিয়েছেন-- খাইবার পাখতুনখোয়ায় যে সব বিদেশিরা উন্নয়নমূলক কাজে যুক্ত তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


আরও পড়ুন: Hindu Temple Attacked in Brisbane: ফের মন্দিরে হামলা! দেওয়ালে হিন্দুবিরোধী স্লোগান...


জঙ্গিদমনে তাই বিশেষ বাহিনীও গঠন করা হয়েছে। জঙ্গি কার্যকলাপের কথা মাথায় রেখেই বিদেশি নাগরিকদের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই তালিবান পাকিস্তান আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। একের পর এক হামলায় সাধারণ মানুষ এবং বিদেশিদেরও মৃত্যু হয়েছে। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না পাক সরকার।


পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্ব বহুচর্চিত। কদিন আগেই ঋণে ডুবে থাকা পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চিন। ধার দিয়েছে মোটা টাকা। এদিকে পাকিস্তানে কাজ করতে এসে যদি বেঘোরে প্রাণটা যায় কোনও চিনা নাগরিকের, তবে সেটা বন্ধুত্বের প্রতিদানের ভালো বিজ্ঞাপন হয় না। হয়তো সেটাও মাথায় রয়েছে পাকিস্তানের।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)