ওয়েব ডেস্ক: লন্ডন হামলার আততায়ীর পরিচয় প্রকাশ করল পুলিস। আতাতায়ীর নাম খালিদ মাসুদ। বয়স বাহান্ন বছর। কেন্টে জন্ম নেওয়া মাসুদের আসল নাম আদ্রিয়ান এল্‍মস। আগে সন্ত্রাসের অভিযোগ না উঠলেও পুলিসের খাতায় মারামারি, অস্ত্র রাখার মতো অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।


দুহাজার তিনে ছুরি নিয়ে শেষ বারের মতো ধরা পড়েছিল সে। ওয়েস্ট মিডল্যান্ডসের বাসিন্দা ছিল মাসুদ। হামলা চালানোর আগে বার্মিংহামের স্প্রিং হিল থেকে ধুসর SUV-টি ভাড়া নেয় সে। গাড়ি ভাড়া নেওয়ার সময় সে নিজেকে শিক্ষক বলে পরিচয় দেয়। তবে ব্রিটেনের শিক্ষা দফতরে মাসুদের শিক্ষকতার কোনও রেকর্ড মেলেনি। তদন্তকারীরা বলছেন নিজেকে ইংরাজি টিউটর হিসাবে দেখাত মাসুদ। ISIS -ইতিমধ্যে লন্ডন হামলার দায় নিয়েছে। মাসুদের সঙ্গে ISIS-এর যোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।


অস্বস্তি বাড়ল প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারের, তোলাবাজির মামলায় তাঁকে তলব পুলিসের


কোহলির ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ধরমশালায় কামব্যাক হচ্ছে না সামির