ওয়েব ডেস্ক : আমেরিকা বিরোধী প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠল ফিলিপিন্সের রাজধানী ম্যালিলা। পুলিসের গাড়ির ধাক্কায় ইতিমধ্যেই আহত হয়েছেন ৪০-এর বেশি প্রতিবাদী। তাঁদের চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৯জনকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি ফিলিপিন্সের প্রসিডেন্ট রড্রিগো ডুতার্তে চিন সফরে যান। দু'দেশের মধ্যে একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি ফিলিপিন্সকে চিনের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস নিয়ে এসেছিলেন তিনি। এরপরই আজ একদল বিক্ষোভকারী ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ শুরু করেন। তাদের অভিযোগ, চিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করলেও, আমেরিকার সঙ্গে সেই সম্পর্কের ক্ষেত্রেটা অনেকটাই আলাদা। তৈরি হয়েছে দূরত্বও।


এদিকে, আজ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেদের পুলিস প্রথমে লাঠিচার্জ করে, পরে জল কামানের সাহায্যে তাদের সেখান থেকে সরাবার চেষ্টা করে। তাতেও কাজ না হওয়ায় অবশেষে একটি ভ্যান নিয়ে তাদের দিকে তেড়ে যায়। অত্যন্ত গতিতে থাকা সেই ভ্যানের ধাক্কায় আহত হন ৪০জন বিক্ষোভকারী।  


 

ভিডিও সৌজন্য : RT.com