জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নয়া সংসদ ভবন নিয়ে বিতর্ক থামছে না। এবার বিতর্ক নেপালে। নয়া সংসদ ভবনে প্রাচীন ভারতের মানচিত্রের একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে। মানচিত্রে প্রাচীন ভারতের ভৌগোলিক এলাকার মধ্যেই দেখানো হয়েছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ডকে। চিহ্নিত করা আছে প্রাচীন ভারতের প্রধান প্রধান রাজ্য এবং প্রাচীন শহরগুলিও। ম্যুরালটিতে বুদ্ধের জন্মস্থান লুম্বিনি নগরকেও দেখানো হয়েছে। বর্তমানে লুম্বিনি নেপালের অত্যন্ত পবিত্র শহর এবং অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। ভারতের নয়া সংসদ ভবনে স্থাপিত প্রাচীন ভারতের মানচিত্রে সেই শহরকে অন্তর্ভুক্ত করা নিয়েই আপত্তি তুলল নেপাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Japan's Birth Rate: ধেয়ে আসছে অন্য বিপদ! ২০৩০ সাল থেকে দেশে তরুণ প্রজন্মের সংখ্যা ভয়ংকর রকম কমতে শুরু করবে...


বর্তমানে ভারত সফরে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। নতুন সংসদ ভবন থেকে প্রাচীন ভারতের মানচিত্রের ম্যুরালটি সরিয়ে নেওয়ার বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রচণ্ডকে আহ্বান জানিয়েছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিরোধী দলনেতা কেপি শর্মা ওলি।


নয়া সংসদ ভবনে স্থাপিত ম্যুরালটি তো প্রাচীন ভারতের মানচিত্র। সেখানে শুধু লুম্বিনী নয়, রয়েছে তাম্রলিপ্ত, পাটলিপুত্র-সহ প্রাচীন ভারতের আরও নানা শহর। এই মানচিত্রে কখনওই বর্তমান নেপালের লুম্বিনী শহরকে 'ভারতের শহর' বলে দেখানো হয়নি। সেই সময়কার 'ভৌগোলিক ইতিহাস'টিকেই তুলে ধরা হয়েছে।


আরও পড়ুন: Hole in Earth's Crust: ভূত্বকের একেবারে শেষ স্তরে পৌঁছবে চিন! কোন ভয়ংকরের মুখোমুখি হবে বিশ্ব?


তবে লুম্বিনী নিয়ে হালে এই বিতর্ক তৈরি হলেও এই শহর ঘিরেই গড়ে উঠেছে ভারত-নেপাল মৈত্রীসম্পর্ক। গত বছরেই বুদ্ধের জন্মতিথিতে এই শহরে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যচর্চার একটি কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)