ওয়েব ডেস্ক : বহুবিবাহ আইনত সিদ্ধ বাংলাদেশে। কিন্তু নিষিদ্ধ বিবাহ বিচ্ছেদের পর পুনর্বিবাহ। মঙ্গলবার ওয়াশিংটনে প্রকাশিত হয়েছে দ্যা ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট ফর ২০১৬ (IRFR)। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিভিন্ন ধর্মাবলম্বী দেশের বিবাহ আইন সম্বন্ধে সমীক্ষা। আরও বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিবাহ সংক্রান্ত বেশকিছু আইন ভারতে সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে সমতুল্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে বলা হয়েছে, "বাংলাদেশে হিন্দু পুরুষদের বহুবিবাহ আইনত সিদ্ধ। কিন্তু আইনত বিবাহ বিচ্ছেদের কোনও উপায় নেই। হিন্দু আইনের আওতাতেই পড়ছেন বৌদ্ধরা। বিবাহ বিচ্ছেদের পর কোনও হিন্দু বা বৌদ্ধ আইনত পুনর্বিবাহ করতে পারবেন না।" আরও বলা হয়েছে, সম্পত্তির উত্তরাধিকারেও হিন্দু মহিলাদের কোনও আইনত অধিকার নেই।


সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে ২৬.৭ শতাংশ হিন্দু পুরুষ ও ২৯.২ শতাংশ হিন্দু মহিলা বিবাহ বিচ্ছেদ চাইলেও, আইনের অভাবে তা পারছেন না। অন্যদিকে এটাও বহু হয়েছে, ইসলাম ধর্মাবলম্বী পুরুষরা সবচেয়ে বেশি ৪ জন স্ত্রী রাখতে পারবেন। কিন্তু প্রতিবার বিয়ের আগে তাঁকে পূর্বতন স্ত্রীয়ের কাছ থেকে লিখিত অনুমতি পত্র নিতে হবে।


আরও পড়ুন, লাদাখে সেনা অনুপ্রবেশের বিষয়ে অবগত নই : চিনা মুখপাত্র