ওয়েব ডেস্ক: গির্জায় নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় সন্তানকে স্তন্যপান করান বললেন পোপ ফ্রান্সিস। একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে মহিলাদের একথা বলেছেন পোপ। ফ্রান্সিস বলেন, "আপনারা মায়েরা এগিয়ে আসুন এবং কোনও সংকোচ ছাড়াই সন্তানকে মাতৃদুগ্ধ পান করার ব্যবস্থা করে দিন, ঠিক যেমন ভার্জিন মেরি ছোট্ট যিশুকে পরিচর্যা করতেন তেমনই"।


আরও পড়ুন- টুইট করে ৩০ লাখ টাকা আয় করলেন সেহবাগ


অনুষ্ঠানে আগতদের সামনে ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ পদাধিকারীর এমন কথায় দৃশ্যতই মহিলারা স্বস্তি পেয়েছেন। উল্লেখ্য, এর আগেও পোপ ফ্রান্সিসকে স্তন্যপানের বিষয়ে মুখ খুলতে দেখা যায়। তিনি সদ্যজাতদের কথা ভেবে এমনকি জনবহুল এলাকাতেও স্তন্যপানের ব্যাপারে উত্সাহী করেছেন মায়েদের।


আরও পড়ুন- রাজসিক গুণে এগিয়ে রাজধানীই