নিজস্ব প্রতিবেদন: ভ্যাটিকানে লিফটের মধ্যেই আটকে রইলেন খোদ পোপ ফ্রান্সিস। ফলে রবিবার একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যেতে দেরি গেল তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেট্রোর নোটিসে আজ বাড়ি ফেরার দিন ছিল, কিন্তু বউবাজারে টানেল বিপর্যয়ে বাড়ি ফেরা হল না


রবিবার ভাটিক্যানে লিফটের মধ্যে টানা ২৫ মিনিট আটকে পড়েন ফ্রান্সিস। বিদ্যুতিক গোলযোগের কারণেই বন্ধ হয়ে যায় লিফট। এদিন সকালে সেন্ট পিটার্স স্কোয়ারে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। আর সেখানে যেতে গিয়েই বিপত্তি। শেষপর্যন্ত তাঁকে এসে উদ্ধার করেন দমকল কর্মীরা।



আরও পড়ুন-নাগরিকপঞ্জীতে যাদের নাম নেই তাঁরা ‘দেশহীন’ বা ‘বিদেশি’ নন, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক


সেন্ট পিটার্স স্কোয়ারে যেতে তাঁর দেরি হয়ে যাওয়ার পাশাপাশি তিনি ভাষণও শুরু করেন মিনিট দশেক দেরিতে। সমবেত জনতাকে তিনি তাঁর সমস্যার কথা জানান। পোপ ফ্রান্সিস বলেন, আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফটে আটকা পড়েছিলাম। দমকল বাহিনী গিয়ে আমাকে উদ্ধার করেছে। ওই কাজের জন্য দমকলকে হাততালি দিয়ে ধন্যবাদ দিন।