ওয়েব ডেস্ক : আগে থেকেই জারি করা হয়েছিল সতর্কতা। কিন্তু তাতেও কোনও লাভ হল না। অ্যাটলান্টিক ঝড় ইরমার দাপটে এখন লণ্ডভণ্ড উত্তর-পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ঝড়ের দাপটে ধ্বংসের মুখে দ্য ডমিনিকান রিপাবলিক, হাইতি, পুয়ের্তো রিকোর মতো এলাকা। মার্কিন হারিকেন সেন্টার সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ দিকে ঝড়টি আছড়ে প়ডবে ফ্লোরিডায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মায়ানমার সরকারকে রোহিঙ্গা সমস্যা অবিলম্বে মেটানোর পরামর্শ রাষ্ট্রপুঞ্জের


২৮০ থেকে ২৯৫ কিলোমিটার গতির এই ঝড়ের ফলে বিপর্যস্ত বারবুডার জনজীবন। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুত সংযোগ। প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হলেও, তাতে তেমন কোনও কাজ হয়নি।  


জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত ২টো নাগাদ আছড়ে প়ড়ে এই ঝড়।