নিজস্ব প্রতিবেদন: ফিজির কাছে প্রশান্ত মহাসাগরে তীব্র ভূমিকম্প। ভারতীয় সময় রবিবার সকাল ৫.৪৯ মিনিটে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৮.২। তবে ভূমিকম্পের উপকেন্দ্র সমুদ্রের নীচে হওয়ায় ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা নেই। জারি করা হয়নি কোনও সুনামির সতর্কতাও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফিজির স্থানীয় সময় রবিবার বেলা ১২.১৯ মিনিটে এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ফিজির লেভুকা থেকে ২৭০ কিলোমিটার পূর্বে, টোঙ্গার নিয়াফু থেকে ৪৪৩ কিলোমিটার পশ্চিমে। কম্পনের উত্স ছিল ভূপৃষ্ঠের থেকে ৫৬০ কিলোমিটার গভীরে। উত্সের গভীরতা বেশি থাকায় এই কম্পনে সুনামির সতর্কতা জারি করেনি প্রশান্ত মহাসাগরিয় সুনামি সতর্কতা সংস্থা। 


আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা


এদিন প্রথমে কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৮ বলে জানায় মার্কিন ভূতত্ব সংস্থা ইউএসজিএস। পরে তারা জানায় কম্পনের তীব্রতা ৮.২। 



প্রশান্ত মহাসাগরীয় আগুনের বলয়ের ওপর অবস্থিত ফিজি বরাবরই ভূমিকম্প প্রবণ। ফলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি সেখানে বরাবরই বেশি।