জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার করোনা আক্রান্ত হয়ে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর টিকাকরণ অনেক আগেই সম্পূর্ণ হয়েছে। হোয়াইট হাউজের তরফে আজ, বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। হোয়াইট হাউজের সেক্রেটারি কারিনা জা-পিয়ের এই কথা জানিয়ে এ কথাও বলেছেন, বাইডেনের রোগলক্ষণ তেমন উদ্বেগজনক নয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাইডেনকে অবশ্যই নির্জনবাসে রাখা হবে। এবং সেখান থেকেই তিনি কাজ চালিয়ে যাবেন। তিনি প্রয়োজনীয় সমস্ত ফোন সেখান থেকেই সারবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিতে থাকবেন। জুমে তিনি বাড়ির সঙ্গেও যোগাযোগ রাখবেন। 


মঙ্গলবারই বাইডেনের করোনা পরীক্ষা হয়েছিল। তবে সেদিন তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। জানানো হয়েছে, যেহেতু তাঁর সমস্ত টিকা এবং বুস্টার ডোজ নেওয়া হয়ে গিয়েছে সেহেতু তাঁর সংক্রমণ খুব একটা বাড়াবাড়ির পর্যায়ে যাবে না। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: Italy: পদত্যাগ করলেন মারিও দ্রাঘি, রাজনৈতিক সংকট এবার ইতালিতে