নিজস্ব প্রতিবেদন: পাক সেনা ও জঙ্গিদের প্রতি দিনের সংঘর্ষে বিধ্বস্ত দক্ষিণ ওয়াজিরস্থান। এখান থেকেই পুশতুন তাহাফুজ মুভমেন্ট দলের হয়ে ভোটে লড়ছেন আলি ওয়াজির নামে এক প্রার্থী। এক দশক আগে তালিবান জঙ্গিদের খতম করতে এই এলাকায় ঘাঁটি গেঁড়েছিল পাক সেনা। ওয়াজির অভিযোগ করেন, তাঁর পরিবারের ১০ জনকে হত্যা করেছে সেনা। ঘর-ও ভেঙে দিয়েছে। তাঁদের সাজানো ফলের বাগান একেবারে তছনছ করে দিয়েছে। এরপরও হাল ছাড়েননি তিনি। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবারের নির্বাচনে লড়ছেন আল ওয়াজির। তাঁর একটাই লক্ষ্য, ওয়াজিরস্থানে শান্তি ফেরানো। তাঁর মতো এখানকার পরিবার যেন আর কোনওভাবে স্বজনহারা না হয়, তার জন্য এই নির্বাচনে লড়ছেন বলে জানান ওয়াজির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  পতাকা হাতে আবর্জনা স্তুপে শুয়ে রয়েছেন পাক প্রার্থী, এ কেমন প্রচার!


৪৮ ঘন্টা আর বাকি পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হতে। শেষ মুহূর্তের প্রস্তুতি সেড়ে নিচ্ছে সে দেশের সব রাজনৈতিক দলই। ছোটো দলগুলিও এক ইঞ্জি জমি ছাড়াতে নারাজ। আলি ওয়াজিরের মতো পাক নাগরিকের মন জয় করতে আবর্জনা স্তুপে শুয়ে প্রচার চালিয়েছেন নির্দল প্রার্থী আয়াজ মেমন মোতিওয়ালা। তাঁর প্রচারের মূল বক্তব্য ছিল আবর্জনামুক্ত পাকিস্তান। তেমনই পেশোয়ারে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের প্রার্থী রাদেশ সিং টনি ভোটে লড়ছেন অন্য এক সাহসিকতার পরিচয় দিতে। সেখানে প্রায় ১.৩০ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মধ্যে মাত্র ১৬০ জন শিখ বসবাস করেন। প্রতি মুহূর্তে প্রাণনাশের হুমকি, ভয় থাকা সত্ত্বেও বুক ঠুকে ভোটে লড়ছেন রাদেশ সিং। এ বারের পাক নির্বাচনে এমনই বেশ কিছু বর্ণময় চরিত্র পাওয়া গিয়েছে যাঁরা জানেন ক্ষমতা হয়ত জিততে পারবেন না কিন্তু আম জনতার কাছে ইস্যুগুলো তুলে ধরার এমন মঞ্চ হাত ছাড়া করতে চাইছেন না তাঁরা।


আরও পড়ুন- প্রতি দিন প্রাণনাশের হুমকি! তবুও পাক মাটিতে বুক ঠুকে লড়ছেন সংখ্যালঘু প্রার্থী রাদেশ সিং টনি