নিজস্ব প্রতিবেদন: চতুর্থবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন। সোমবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে প্রেসিডেন্ট পদে শপথ পাঠ নেন তিনি। তত্কালীন সোভিয়েত ইউনিয়ন শাসক জোসেফ স্তালিনের পর পুতিনই দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন রাশিয়ায়। এবারের মেয়াদ পূর্ণ হলে ২৪ বছর  সুপ্রিম পদে আসীন থাকবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মার্কিন কূটনৈতিক চাপে ‘বেঁকে’ বসছে পিয়ংইয়াং!


২০০০ সালে প্রেসিডেন্ট বরিস ইয়েলেতসিন   পদত্যাগ করলে কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসাবে স্থলাভিষিক্ত হন পুতিন। ২০০৪ সালে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে পুর্নিবাচিত হন তিনি।ফের ক্ষমতা আসেন ২০১২ সালে।


আরও পড়ুন- প্রকাশ্য জনসভায় গুলি পাক স্বরাষ্ট্রমন্ত্রীকে


শপথ অনুষ্ঠানে তাঁকে সমর্থন করার জন্য রাশিয়ার নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলেন, “আমার কাঁধে  যে প্রকাণ্ড দায়িত্ব, তা আমি জানি। আমি বিশ্বাস করি জীবনের শেষ বিন্দু অবধি রাশিয়ার জন্য কাজ করে যাব।” এদিন পুতিনের শপথ নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বেশ কিছু নাগরিক। অভিযোগ ওঠে,  বিক্ষোভ দেখানোয় ১০০ বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুতিনের পুলিস। রাশিয়ার নির্বাচনে প্রভাব খাটিয়ে ক্ষমতায় এসেছেন এমনও অভিযোগ উঠেছে পুতিনের বিরুদ্ধে।


আরও পড়ুন- ন’বছর পর নির্বাচন লেবাননে, এগিয়ে ইরান সমর্থিত দল হেজবুল্লাহ