নিজস্ব প্রতিবেদন: রাফালে চুক্তিতে বেনিয়মের অভিযোগের তদন্ত দাবি করে মামলা দায়ের করল ফরাসি দুর্নীতিবিরোধী স্বেচ্ছাসেবী সংস্থা শেরপা। সংস্থার তরফে দাবি তোলা হয়েছে, কী শর্তে ৩৬টি রাফাল বিমান ভারতকে বিক্রি করছে দ্যাশঁ তা প্রকাশ করতে হবে। ২০১৬ সালে ভারত সরকারের সঙ্গে এই চুক্তিতে সই করেছিল ফরাসি সংস্থাটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শেরপা নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছর ৪ অক্টোবর ভারতীয়  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পদের অপব্যবহারের অভিযোগ দায়ের করেছিলেন এক প্রাক্তন ভারতীয় মন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করেছে তারা। এই ঘটনায় ফরাসি বিচারব্যবস্থার দ্রুত হস্তক্ষেপ করা উচিত বলেও দাবি করেছে সংস্থাটি। 


শেরপার প্রতিষ্ঠাতা উইলিয়াম বুরডন জানিয়েছেন, ফ্রান্স ও ভারতের মধ্যে সহযোগিতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতির তদন্তের ক্ষেত্রেও তার ব্যক্তিক্রম হওয়া উচিত নয়। এব্যাপারে সাক্ষপ্রমাণ খতিয়ে দেখা সম্ভভ ও সেটা করা উচিত আদালতের। 


উত্তপ্ত অযোধ্যায় ভিএইচপি-আরএসএস সমর্থকদের ঢল, দুপুরেই আসছেন উদ্ধব


রাফালে চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে চুক্তির শর্ত জানতে চায় ভারতের সুপ্রিম কোর্ট। বন্ধ খামে সেই তথ্য ইতিমধ্যে আদালতে পেশ করেছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের দাবি, রাফালে চুক্তিতে প্রভাব খাটিয়ে ব্যাপক দুর্নীতি করেছে মোদী সরকার। চুক্তিতে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ডিফেন্সকে।