নিজস্ব প্রতিবেদন: উষ্ণায়ন নানা বিরল ঘটনা ঘটাচ্ছে বিশ্ব জুড়ে। ঝড়, বন্যা, বৃষ্টি, খরার পর এবার তুষারশৃঙ্গে বৃষ্টিও হল। এত বৃষ্টি হল যে, ভেঙে গলে পড়ল বরফস্তর। উষ্ণায়নের জন্যই তা ঘটেছে বলে উল্লেখও করেছেন পরিবেশ বিজ্ঞানীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে গ্রিনল্যান্ডে। আমেরিকার The National Science Foundation’s Summit Station-এর দেওয়া গ্রিনল্যান্ডের বৃষ্টি-সংক্রান্ত পরিসংখ্যান বলছে-- ১৪ এবং ১৫ অগস্টে তুমুল বৃষ্টিপাত হয়েছে গ্রিনল্যান্ডের বরফচাদর মোড়া শৃঙ্গের উপরে। আধুনিক সভ্যতার ইতিহাসে যা বিরল বলেই মনে করা হচ্ছে। দুদিনের তুমুল সেই বৃষ্টিতে গ্রিনল্যান্ডে (Greenland) বরফের পুরু চাদরঢাকা (ice sheet) শৃঙ্গের উপরে আছড়ে পড়েছে ৭০০ কোটি টন ওজনের জল।


আরও পড়ুন: Taliban bans: ছেলে-মেয়েদের 'একসঙ্গে' স্কুলশিক্ষা বন্ধ, ক্ষমতায় এসেই ফতোয়া জারি তালিবানের


বেশ কয়েক ঘণ্টা ধরে একনাগাড়ে বৃষ্টিপাত হয়েছে। আমেরিকার ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার জানাচ্ছে, দু'দিনের তুমুল বৃষ্টিপাতে গ্রিনল্যান্ডের পুরু বরফচাদরের ৮ লক্ষ ৭২ হাজার বর্গ কিলোমিটার এলাকার বরফ গলেছে। 


ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের বিজ্ঞানী টেড স্ক্যামবস বলেছেন, 'দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্যই এটা হয়েছে। এটা অভূতপূর্ব ঘটনা। আধুনিক সভ্যতার ইতিহাসে বিরল।' Cold Regions Research and Engineering Laboratory-র তরফে Zoe Courville জানান, প্রতি ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণের উপর নজর রাখা হচ্ছে। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Blue Whales: সমুদ্রজল থেকে লাফিয়ে উঠল ৯০ ফুট দীর্ঘ নীল তিমি!