নিজস্ব প্রতিবেদন: হিংসায় রক্তাক্ত আফগানিস্তান। তালিবান ও আফগান সেনার লড়াইয়ে সে দেশ এখন বারুদের স্তূপ। এই পরিস্থিতিতে শান্তি চেয়ে বিশ্বের তামাম রাষ্ট্রনেতাদের কাছে আবেদন করলেন তরুণ স্পিনার রশিদ খান (Rashid Khan)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে রশিদ (Rashid Khan) লিখেছেন,'প্রিয় বিশ্ব নেতৃত্ব! আমার দেশে এখন চরম বিশৃঙ্খলা। কয়েক হাজার নিরীহ মানুষ, শিশু ও মহিলারা প্রতিদিন শহিদ হচ্ছেন। ঘরবাড়ি, সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। কয়েক হাজার পরিবার ঘরছাড়া। আমাদের এই দুর্বিপাকে ফেলবেন না। আফগানদের হত্যা করবেন না। ধ্বংস করবেন না আফগানিস্তানকে। আমরা শান্তি চাই।'



এদিকে, তালিবানের হামলায় ত্রস্ত আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহর। কয়েকদিন ধরে আফগান ভূখণ্ডের চতুর্থ বৃহত্তম শহরে সেনার সঙ্গে সংঘর্ষ চলছে তালিবানের। চারদিক ঘিরে ফেলেছে তারা। সেখান থেকে ভারতীয়দের বিশেষ বিমানে ফেরানোর উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বিবৃতিতে জানানো হয়েছে,'মাজার-ই-শরিফ শহর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবে বিমান। শহর ও সংলগ্ন এলাকার ভারতীয়দের দেশে ফিরে আসার অনুরোধ করা হচ্ছে।'


আরও পড়ুন- Leave Afghanistan: বিশেষ বিমানে আজই মাজার-ই-শরিফ থেকে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)