ওয়েব ডেস্ক: আমেরিকার সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমায় ৩৬ আইএস জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানাল আফগান প্রতিরক্ষা মন্ত্রক। জঙ্গিদের মুক্তাঞ্চল ধ্বংস করতেই হামলা বলে দাবি পেন্টাগনের। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নিজেই এই হামলার নির্দেশ দেন। পশ্চিম এশিয়া থেকে সরে এসে হঠাত্‍ কেন আফগানিস্তানে শক্তি দেখাতে গেলেন তিনি? বিশ্বজুড়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


মাদার অফ অল বম্বস। মার্কিন অস্ত্রাগারে থাকা সবচেয়ে শক্তিশালী অ-পারমানবিক বোমা। IS জঙ্গিদের ধ্বংস করতে এই প্রথম যুদ্ধক্ষেত্রে এত উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা ব্যবহার করল আমেরিকা। পাক সীমান্তের কাছে আফগানিস্তানের নানগারহার প্রদেশের আচিন জেলায় MC-130 বিমান থেকে ফেলা হয় বোমা।  আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, মার্কিন বোমায় আচিন জেলার মোমান্দ দারা এলাকায় IS জঙ্গিদের গুহা-সুড়ঙ্গ ধ্বংস হয়ে গেছে। তবে আগাম ব্যবস্থা নেওয়ায় কোনও সাধারণ নাগরিক হতাহত হননি।



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর নির্দেশেই পাক-আফগান সীমান্তে বোমা ফেলেছে মার্কিন সেনা। আমেরিকার এই ধ্বংসাত্মক হামলার কথা আফগান প্রশাসন যে জানত তা তাদের প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট। তবে, আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই এর নিন্দা করেছেন। টুইটে তিনি লিখেছেন, এটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নয়। নতুন মারণাস্ত্রের পরীক্ষাগার হিসাবে অমানবিক ও নির্মমভাবে আফগানিস্তানকে ব্যবহার করা হচ্ছে। মার্কিন প্রশাসনকে থামানোর কাজটা আফগানদের উপরেই নির্ভর করছে।



কোনওরকম পূর্বাভাস ছাড়াই আফগানিস্তানে সবচেয়ে শক্তিশালী নন-নিউক্লিয়ার বোমা ফেলা নিয়ে বিশ্বজুড়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্পের এই দৈত্যবোমার সাঙ্কেতিক নাম GBU-43. পোশাকি নাম ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বা মোয়াব। মার্কিন সেনা একে ডাকে মাদার অফ অল বম্বস নামে।  ২০০৩-এ ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হুসেনকে ভয় দেখাতে প্রথম মাদার অফ অল বম্বসের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় আমেরিকা।  ৩০ ফুট লম্বা বোমার ওজন ১০ হাজার কেজিরও বেশি। বোমার ক্ষমতা ১১ টন TNT-র সমান।



গত সপ্তাহেই ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ায় বাসার-আল-আসাদের বিমানঘাঁটি উড়িয়ে দেয় আমেরিকা। জঙ্গি দমনে এবার আচমকাই পশ্চিম এশিয়া থেকে সরে এসে আফগানিস্তানে বড় আঘাত হানল তারা। মস্কো-ওয়াশিংটন উত্তেজনার মধ্যে পুতিনকে বার্তা দিতেই কি ট্রাম্পের এই বিমানহানা? উত্তর খুঁজছে গোটা বিশ্ব। (আরও পড়ুন- ইতিউতি বাজছে যুদ্ধের 'ট্রাম্পেট', আশঙ্কা বিশ্ব জুড়ে)