নিজস্ব প্রতিবেদন: মহাবিশ্বে এ কীসের তরঙ্গ, এ কোন আলো? অ্যালবার্ট আইনস্টাইন ১৯১৬ সালে প্রথম মহাবিশ্বে একটা তরঙ্গের খোঁজ পান। এর পর ১০০ বছর কেটে গিয়েছে। বিজ্ঞানীরা পৃথিবী ভেদ করে চলে যাওয়া এরকম তরঙ্গের সন্ধান পেলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ট্রেলিয়ার ARC Centre of Excellence for Gravitational Wave Discovery-র বিজ্ঞানীরা এর নানা কারণ খুঁজে পেয়েছেন। মহাকাশে এই তরঙ্গ অনেকটা পুকুরে কোনও পাথর ছুঁড়লে জলের তরঙ্গ যেভাবে ছড়িয়ে পড়ে সেরকম।   


আরও পড়ুন: Desert kites: গুপ্তধন! কী রহস্য লুকিয়ে এই সব 'মরুভূমির ঘুড়ি'তে?    


কেন এরকম তরঙ্গ ওঠে?


বিজ্ঞানীরা বলছেন, ব্ল্যাক হোলস বা সুপারনোভার কারণে এরকম তরঙ্গ ওঠে। কোনও সুদূর অতীতে ঘটা বিগ ব্যাংয়ের কারণেও এরকম তরঙ্গের সৃষ্টি হতে পারে। পৃথিবীর চেয়ে বহু গুণ ভারী মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এ ধরনের সংঘর্ষ ঘটে এই বিশেষ তরঙ্গ বা কম্পনের সৃষ্টি হয়।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Human: মানুষ কী ভাবে 'মানুষ' হল? উত্তর দিচ্ছে এতদিনের গোপন DNA