নিজস্ব প্রতিবেদন: হাতে সময় বড্ড কম, গন্তব্যে পৌঁছতে হলে রকেট গতিতে এগিয়ে যেতে হবে। আর রকেট টা চালাবেন কে? রিক্সাওয়ালা। রিক্সায় বসে রকেট গতিতে গন্তব্যে পৌঁছে যাওয়ার বাসনাতেই তিন চাকার সওয়ারিতে চড়ে বসেছিলেন এক মহিলা। রিক্সা চলতে তো শুরু করে, তবে তা যাত্রীর মন মতো গতিতে নয়। প্যাডেলের গতি দেখে চালককে আরও জোরে রিক্সা চালাতে নিদের্শ দেন সওয়ারি। অপারক রিক্সাচালক জানান, তিনি পারবেন না। যাত্রীকে নেমেও যেতে বলেন। এরপরই চটে গিয়ে রিক্সাচালকের ওপর খড়্গহস্ত হন মহিলা যাত্রী। অকথ্য ভাষায় বকাবকি, সঙ্গে  চড়, লাথি ধেয়ে যায় চালকের দিকে। ঢাকা শহরে ঘটা এই ভিডিয়ো ফেসবুকে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশি দৈনিক কালের কণ্ঠ প্রতিবেদন আকারে এই ঘটনাটি জনসমক্ষেও নিয়ে এসেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আদালতের রায়ে হিরো আলমের প্রার্থী হওয়ায় আর কোনও বাধা রইল না



ভিডিয়োটি-তে দেখা যায়, অনেক পথচারীই ওই মহিলা যাত্রীর আচরণের প্রতিবাদ করেন। তবে নিজের অবস্থান থেকে একচুলও সরেননি সেই যাত্রী। শর্ট স্টোরি নামের একটি ফেসবুক পেজ-এ এই ঘটনার ক্যামেরাবন্দি ফুটেজ সবার প্রথমে প্রকাশিত হয়। এরপরই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ওঠে সমোলচনার ঝড়।