Bangladesh: মুসলিম মহিলার হিন্দু বউ সেজে দুঃসাহসিক ডাকাতির প্ল্যান! বাংলাদেশের টাঙ্গাইলে ভয়ংকর ঘটনা...
Robbery in Tangail Bangladesh: টাঙ্গাইলে ডাকাতদলের ১০ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা। শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানার সোহাগপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশের টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাস-সহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি (উত্তর)। শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানার সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শনিবার রাতে জেলা পুলিসের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
গ্রেফতার হল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত খালাই মিয়া ওরফে কালাম মিয়ার ছেলে সুরত মিয়া, একই এলাকার আবু মিয়ার মেয়ে তাসলিমা, মৃত ইউনুস আলীর মেয়ে আসমা বেগম, মৃত কালামের মেয়ে আলেয়া, আ. কাদির এর মেয়ে সোনিয়া আক্তার, নূর মিয়ার মেয়ে রিফা আক্তার, একই জেলার সরাইল থানার বন্দরআটি (সাবদু মিয়ার বাড়ি) গ্রামের মৃত সমুজ আলীর মেয়ে সেলিনা বেগম, একই এলাকার মৃত মজিবর রহমানের মেয়ে আকলিমা বেগম, বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাঘাসুরা গ্রামের রমজান মিয়ার মেয়ে জুলেখা বেগম, বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কুশমাইল টেকিপাড়া গ্রামের মো. সামসুল হকের ছেলে মো. সেলিম সরকার। এদের মধ্যে সবচেয়ে ছোট সদস্যের বয়স ২১, সবচেয়ে বড় ৪০! বাকি মোটামুটি সকলেরই গড় বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে।
যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে মহিলারা মাথায় সিঁদুর, কপালে টিপ ও হাতে শাঁখা পরে ছদ্মবেশ ধারণ করে। পরে অন্যান্যদের সঙ্গে মির্জাপুর থানা এলাকার একটি হিন্দু বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢাকার গাজিপুরের সালনা থেকে ঘটনাস্থলে আসে। সেখানে এসে পুলিশের কাছে আটক হয় তারা।
ডাকাতির প্রস্তুতিকালে তাদের ব্যবহৃত মালামাল-সহ ধৃত হওয়ায় তাদের বিরুদ্ধে মির্জাপুর থানার এসআই মো. মনির হোসেন বাদী হয়ে ডাকাতদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মির্জাপুর থানার উক্ত মামলা নং-২৬। জেলা পুলিসের পক্ষ থেকে আরও জানানো হয়, এসব ডাকাতরা আগে থেকে তথ্য সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন বাড়িতে, হাসপাতাল-সহ বিভিন্ন জনসমাগম স্থলে ভিড়ের সুযোগ নিয়ে ছিনতাই এবং ডাকাতি করে থাকে। নিজেদের পরিচয় আড়াল করে বিশ্বাসযোগ্য করে তুলতে তারা কখনো হিন্দু বা অন্য যেকোনো ধর্মীয় পোশাক এবং বেশ ধারণ করে থাকে। গ্রেফতার হওয়া সকলেরই ডাকাতি-সহ বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত।