ওয়েব ডেস্ক: রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে ফের সন্ত্রাস নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের নাম না করেই, সন্ত্রাসে রাষ্ট্রীয় মদতকে বিঁধেছেন তিনি। এনিয়ে যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে ভারত-রাশিয়ার তরফে। সন্ত্রাস বন্ধে সব দেশকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেন্ট পিটার্সবার্গে আর্থিক ফোরামের মঞ্চে মোদী বলেন, জঙ্গিরা অস্ত্র তৈরি করে না, টাকাও ছাপায় না। তাদের নিজস্ব টেলিকমিউনিকেশন ব্যবস্থাও নেই। কিছু দেশ তাদের এই সব বিষয়ে সাহায্য করে। আর্থিক ফোরামের এই মঞ্চে হাজির ছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেজ। তাঁর সামনেই সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক কনভেনশন তৈরিতে রাষ্ট্রপুঞ্জের ব্যর্থতা নিয়েও সরব হন মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ম্যানিলার ক্যাফেতে হামলা, মৃত ৩৪, দায় স্বীকার ISIS-এর


ইতিমধ্যে তামিলনাড়ির কুড়ানকুলামে পরমাণু বিদ্যুত্‍ কেন্দ্রে আরও দুটি চুল্লি গড়তে চুক্তিবদ্ধ হয়েছে ভারত-রাশিয়া। দিল্লিকে S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করতে চলেছে মস্কো। ত্রিস্তরীয় এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা একসঙ্গে ছত্রিশটি ক্ষেপণাস্ত্র নষ্ট করতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, S-400 হাতে এলে কৌশলগত দিক থেকে চিন-পাকিস্তানের থেকে বেশ কয়েক কদম এগিয়ে যাবে ভারত। 


আরও পড়ুন  বাংলাদেশ-ভুটানকে বিদ্যুত্‍ দিতে প্রস্তুত রাজ্য, অপেক্ষা কেন্দ্রীয় অনুমতির