আমেরিকার নির্বাচনে রাশিয়া যোগ
আমেরিকার নির্বাচনে রাশিয়া যোগের কথা পরিষ্কার করে জানিয়ে দিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। অর্থাত্, বর্তমান প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে জিততে সাহায্য করেছে পুতিনের দেশ। দীর্ঘ দিন ধরে এমনই দাবি করে আসছিল হিলারি ক্লিন্টনের ডেমোক্র্যাট শিবির, আর এবার তাতেই শিলমোহর দিল মার্কিন গোয়েন্দারা।
ওয়েব ডেস্ক: আমেরিকার নির্বাচনে রাশিয়া যোগের কথা পরিষ্কার করে জানিয়ে দিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। অর্থাত্, বর্তমান প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে জিততে সাহায্য করেছে পুতিনের দেশ। দীর্ঘ দিন ধরে এমনই দাবি করে আসছিল হিলারি ক্লিন্টনের ডেমোক্র্যাট শিবির, আর এবার তাতেই শিলমোহর দিল মার্কিন গোয়েন্দারা।
জানা যাচ্ছে, এমন কিছু ব্যক্তিকে খুঁজে পাওয়া গিয়েছে যারা ডেমোক্র্যাটদের অসংখ্য ই-মেল হ্যাক করে তথ্য তুলে দিয়েছিল উইকিলিক্সের হাতে। আর এই ধরনের বেনিয়মের ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠছে খোদ হিলারির প্রচার চেয়ারম্যানের দিকেই।
আরও পড়ৃুন- সু কি-কে অত্যাচারিত রহিঙ্গাদের দেখতে যাওয়ার নির্দেশ রাষ্ট্রপুঞ্জের
আগামী ২০ শে জানুয়ারি বারাক ওবামা ওভাল অফিস ত্যাগ করার আগেই গোয়েন্দাদের এই সংক্রান্ত চূড়ান্ত তদন্তের ফল প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।