নিজস্ব প্রতিবেদন: আমেরিকা তথা যুক্তরাষ্ট্র মনে করে, ইউক্রেনকে যদি সঠিক অস্ত্র-সরঞ্জাম সরবরাহ করা যায়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনই জয়ী হবে। কিয়েভ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার এ কথা বলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর তিন মাসের মাথায় যুক্তরাষ্ট্রের প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা হিসেবে কিয়েভ সফর করছেন লয়েড অস্টিন ও অ্যান্টনি ব্লিঙ্কেন। যুদ্ধে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া লাখো মানুষ। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে পশ্চিমি দেশগুলি।


কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন লয়েড অস্টিন ও অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, জেতার প্রথম ধাপ হল বিশ্বাস করা যে, আমি জিতব। ইউক্রেন যদি উপযুক্ত অস্ত্র ও সমর্থন পায় তাহলে তারা জিতবে।


কয়েক মাস ধরে জেলেনস্কি কামান, যুদ্ধবিমান-সহ ভারী অস্ত্রের জন্য পশ্চিমি দেশগুলির কাছে আবেদন জানাচ্ছেন। আরও অস্ত্র পেলে তাঁর সেনারা যুদ্ধের গতি বদলে দিতে পারবে বলেও উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত, বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ইউক্রেনকে এখনও পর্যন্ত ৩২৮ কোটি ডলারের নিরাপত্তা বা সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।


আরও পড়ুন: Russia-Ukraine War: হঠাৎ পুতিনকে কেন গোপন চিঠি লিখলেন নয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)