নিজস্ব প্রতিবেদন: মার্কিনি সহায়তায় ইউক্রেন রাসায়নিক অথবা জৈবিক অস্ত্র বানাচ্ছে, এমন একটা অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তাঁর এই অভিযোগের পাল্টা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছি বলে অভিযোগ উঠেছে। এটা আমাকে চিন্তায় ফেলেছে। কারণ, আমি বরাবরই দেখেছি, যদি রাশিয়ার পরিকল্পনা জানতে হয়, তাহলে রাশিয়া অন্যদের বিরুদ্ধে কী অভিযোগ তুলছে, আগে সেদিকে নজর রাখতে হবে।


আমাদের বিরুদ্ধে রাসায়নিক হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার অভিযোগ কেন, রাশিয়ার দিকে এ প্রশ্ন ছুড়ে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রশ্ন-- আপনারা কি ইউক্রেনকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা কি অ্যামোনিয়া ব্যবহার করছেন? ফসফরাস ব্যবহার করছেন? আপনারা আমাদের উপর হামলার জন্য কী প্রস্তুতি নিয়েছেন? রাসায়নিক অস্ত্র কোথায় ব্যবহার করবেন?


তবে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট বলে দেন, ইউক্রেনের মাটিতে কোনো রাসায়নিক অথবা গণবিধ্বংসী অস্ত্র তৈরি হবে না। ৪০ হাজার মানুষকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে।  তাঁর অভিযোগ, মারিউপোল ও ভলনোভাখা শহর পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে।


আরও পড়ুন: Russia-Ukraine War: জৈবযুদ্ধের আশঙ্কা! ইউক্রেনকে দ্রুত ল্যাব বন্ধ করার পরামর্শ 'হু'র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)