নিজস্ব প্রতিনিধি: ফের আরও একবার মার্কিন যুদ্ধবিমানের 'কান ঘেঁষে' বেরিয়ে গেল রুশ যুদ্ধ বিমান। এমনই অভিযোগ আনল মার্কিন নৌসেনা। কৃষ্ণসাগরে আন্তর্জাতিক আকাশসীমায় উড়ছিল মার্কিন স্পাই প্লেন ইপি-৩। অভিযোগ, প্রায় ৫ ফুট দূরত্বে ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে নজরদারি চালায় রুশ যুদ্ধবিমান এসইউ-২৭। অল্পের জন্য রক্ষা পায় মার্কিন বিমানটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অভিনব উপায়ে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন প্রেমিকা


মার্কিন নৌসেনার এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আকাশসীমায় এমন অপ্রত্যাশিত ঘটনা সুরক্ষাবিধির পরিপন্থী। এর আগেও রুশ বিমান মার্কিন বিমানের ওপর নজরদারি চালিয়েছে বলে দাবি পেন্টাগনের। প্রসঙ্গত, সম্প্রতি কৃষ্ণসাগরের উপর একাধিক বার পর্যবেক্ষণ চালায় রুশ বিমান। মস্কোর তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, সমস্ত দেশের আন্তর্জাতিক আকাশসীমার বিধিনিষেধ মেনে চলা উচিত।


আরও পড়ুন- দেখা হল দীর্ঘতম পুরুষ ও ক্ষুদ্রতম নারীর


উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়া রাশিয়া অন্তর্ভূক্ত হওয়ার পরই মার্কিন নৌসেনা এবং রাশিয়া কৃষ্ণসাগরের ওপরে আন্তর্জাতিক আকাশসীমা থেকে নজরদারি চালিয়ে আসছে।


আরও পড়ুন- নরেন্দ্র মোদীকে অনুকরণ করলেন ট্রাম্প