নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ অবস্থা আফগানিস্তানে। দেশের দখল নিয়েছে তালিবানরা। এই আবহেই দেশ থেকে কার্যত পালিয়ে গিয়েছেন আফগান প্রেসিডেন্ট। সোমবার কাবুলে রাশিয়ার দূতাবাস জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘনি চারটি গাড়ি এবং নগদে ভরা একটি হেলিকপ্টার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বর্তমানে ওমানে রয়েছেন ঘনি। এদিন তিনি বলেন, তালিবান কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাবুলে প্রবেশ করায় রবিবার আফগানিস্তান ত্যাগ করেন তিনি। কারণ রক্তপাত এড়িয়ে যেতে চান। তালিবানদের সঙ্গে সরকারের শান্তি আলোচনার মধ্যস্থতার জন্য যে ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলেশন’গঠন করা হয়েছিল তা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছে ঘনি।


তিনি টুইটে বলেন যে এই কাউন্সিল এবং সংসদের অন্য নেতারাও চান ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের সঙ্গে (তালিবান গোষ্ঠী) কাজ করতে। তিনি এও বলেন যে এটি প্রায় ঠিক করে নেওয়া হয়েছিল যে যেভাবে উত্থান হয়েছিল একটি গোষ্ঠীর তাকে সমর্থন করার পাশাপাশি সেই নিয়মও দেশে বলবৎ করা হবে খুব শীঘ্রই।



আরও পড়ুন, PHOTOS: তালিবানি দখলে চোখের পলকে বদলাল আফগানিস্তানের ভাগ্য! আতঙ্কে শহর ছাড়ছেন নাগরিকরা


প্রসঙ্গত, ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলেশন’ এর চেয়ারম্যান আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেছেন আশরফ ঘনির এই কাজের জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। পুরো জাতি এর বিচার করবে৷ এই মন্তব্যর পরই ঘনির এমন পোস্ট ফের বিতর্ক বৃদ্ধি করল।



রাশিয়ার বক্তব্য, তারা কাবুলে কূটনৈতিক অবস্থান বজায় রাখবে এবং তালিবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আশা রাখছে। যদিও তারা বলেছে যে তাদের দেশের শাসক হিসেবে স্বীকৃতি দেওয়ার তাড়া নেই এবং পরিস্থিতি পর্যবেক্ষণ পরই সিদ্ধান্ত নেওয়া হবে।


RIA-র খবর অনুযায়ী, কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র Nikita Ishchenko বলেন, ''যেভাবে ঘনি দেশ ছেড়ে পালিয়েছেন তাতে স্পষ্ট আফগান সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছিল।'' তিনি আরও বলেন,  "চারটি গাড়িতে ভর্তি ছিল, এমনকী আর একটি হেলিকপ্টারেও। কিন্তু পুরো টাকা নিয়ে যাওয়া সম্ভব হয়নি।''


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)