ওয়েব ডেস্ক: মেয়েদের গাড়ি চালানোর ওপরে নিষেধাজ্ঞা জারি ছিল। অবশেষে গাড়ি চালানোর ছাড়পত্র পেতে চলেছেন সৌদির মেয়েরা। মঙ্গলবার সৌদির সরকার শরিয়ত আইনে বদলের কথা ঘোষণা করল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌদির রাজা সলমনের স্বাক্ষরিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, দেশের অধিকাংশ বুদ্ধিজীবী মনে করছেন শরিয়তি আইনে বদল আনা দরকার। মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তাঁরা। এজন্য সংশ্লিষ্ট সরকারি মন্ত্রকগুলি আইনে প্রয়োজনীয় বদল আনার প্রক্রিয়া শুরু করুক। তা আগামী বছর জুনের মধ্যেই করতে হবে। 


সৌদির আরবে মহিলারা একা বাড়ির বাইরে বের হতে পারেন না। সঙ্গে কোনও পুরুষ থাকতেই হবে। মহিলারা গাড়ি চালানোর অনুমতি পেতে চললেও কী আইন হবে, তা স্পষ্ট নয়। মহিলারা গাড়িতে একা বেরোতে পারবেন কি না, তা-ও জানা যায় নি।


গাড়ি চালানোর অধিকার পাওয়ার জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলনে নেমেছেন সৌদির মেয়েরা। বেশ কয়েকজন মহিলা আন্দোলনকারী গাড়ি চালিয়ে প্রতিবাদ দেখিয়েছেন। শাস্তির মুখেও পড়তে হয়েছে।  হাজতবাস করেছেন তাঁরা। 


আরও পড়ুন, ৩০ জন মানুষকে জলজ্যান্ত ছাল ছাড়িয়ে খুন করে খেল রুশ দম্পতি