ওয়েব ডেস্ক : দিন কয়েক আগেরই কথা। ঢাকার গুলশন এলাকায় জঙ্গি হানায় মৃত্যু হয় কমপক্ষে ২২ জনের। আহতও হন কয়েকজন। গোটা ঘটনায় নাম জড়ায় ISIS-এর। যদিও, বংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘটনার পিছনে ISIS-এর যোগ অস্বীকার করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহার করে যৌনদাসী বিক্রি করছে ISIS!


এদিকে, আজই এই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বাংলায় এই ভিডিওটি ISIS ইউটিউবেও ছেড়েছে।


ভিডিওতে বলা হয়েছে ঢাকার ঘটনাটি ছিল একটি ট্রেলর। আর আগামী দিনে এই ধরনের ঘটনা আরও বড় আকারে সামনে আসতে চলেছে। গুলশনের ঘটনার পিছনে নিজেদের দায় স্বীকার করে নিয়ে তিন ঘোষণাকারীর মধ্যে একজনকে বলতে শোনা গেছে বিশ্বজুড়ে সারিয়া আইন প্রবর্তন না করা পর্যন্ত তারা এই হামলা এবং হত্যালিলা চালিয়ে যাবে। সেখানে অপর এক জঙ্গিকে বলতে শোনা যায়, বাংলাদেশের ঘটনাটি একটি প্রতীকী ঘটনা মাত্র।