নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সবথেকে ক্ষমতাশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করল বিশ্ব অর্থনৈতিক উপদেষ্টা ফার্ম আর্টন ক্যাপিটাল। ২৫ অক্টোবর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পাসপোর্ট ইনডেক্স ডেভেলপার আর্টন ক্যাপিটাল ঘোষণা করেছে, সিঙ্গাপুরের পাসপোর্টই এখন বিশ্বের সবথেকে ক্ষমতাশালী পাসপোর্ট। একই সঙ্গে এই বিজ্ঞপ্তিতে তাঁরা এও জানিয়েছে, এই প্রথমবার কোনও এশিয়ান দেশ পৃথিবীর সব থেকে ক্ষমতাধারী পাসপোর্টের তকমা মিলল। উল্লেখ্য, ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতা কমেছে মার্কিন পাসপোর্টের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্টন ক্যাপিটালের তালিকা অনুযায়ী রাষ্ট্রপুঞ্জের অন্তর্গত ১৯৩টি দেশের মধ্যে ১৭৩টি দেশেই ভিসা ছাড়া প্রবেশের অনুমতি পান সিঙ্গাপুরী পাসপোর্টধারীরা (১৫৯টি দেশে ভিসা-ফ্রি পরিষেবা, আর বাকি ১৪টি দেশে পা রাখার সঙ্গে সঙ্গে মিলবে ভিসা)। এশিয় দেশ হিসেবে সিঙ্গাপুর ছাড়াও এই তালিকায় আছে দক্ষিণ কোরিয়া, জাপান ও মালেয়শিয়া। বিশ্বের ক্ষমতাধর পাসপোর্টের তালিকায় সিঙ্গাপুরের পরই রয়েছে জার্মানি। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে এশিয় দেশ দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় দেশ সুইডেন। যদিও বিগত দু'বছর ধরে এই তালিকায় শীর্ষেই ছিল জার্মানি। 



দেখে নিন তালিকা: 


১. সিঙ্গাপুর (১৫৯ ভিসা-ফ্রি পরিষেবা)
২. জার্মানি (১৫৮)
৩. সুইডেন, দক্ষিণ কোরিয়া (১৫৭)
৪. ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, জাপান, ইউনাইটেড কিংডম (১৫৬)
৫. লুক্সেমবার্গ, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, পর্তুগাল (১৫৫)
৬. মালেশিয়া, আয়ারল্যান্ড, কানাডা, আমেরিকা (১৫৪)
৭. গ্রিস, নিউ জিল্যান্ড (১৫৩)
৮. মালটা, চেক রিপাবলিক, আইল্যান্ড (১৫২)
৯. হাঙ্গেরি (১৫০)
১০. স্লোভেনিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাতাভিয়া (১৪৯)