বেজিং: চিনেও কি তবে এবার আর্থিক সংকট দেখা দিতে চলেছে? বৃহস্পতিবার সে দেশের সরকার এ বছর আর্থিক বৃদ্ধির টার্গেট ৭% ঘোষণা করল। গত ২৪ বছরে এই বারই আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনের পার্লামেন্টে বার্ষিক বৈঠকে সে দেশের প্রেমিয়ার লি কেকিয়াং দুর্নীতি, পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়ার সঙ্গে সঙ্গেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির বৃদ্ধি হ্রাসে আশঙ্কা প্রকাশ করেছেন।


বেজিংয়ে তিয়েনআনমেন স্কোয়ারে চিনের গ্রেট হল অফ পিপলে ৩,০০০ প্রতিনিধিদের সামনে তিনি জানিয়েছেন ''চিনের অর্থনীতির উপর নিম্নগামী চাপ গভীরতর হচ্ছে।''


তিনি স্বীকার করে নিয়েছেন ''দিনে দিনে দেশের অর্থনীতির সমস্যা বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এই বছর আমরা আরও বেশি সমস্যার সম্মুখীন হতে চলেছি। সর্বক্ষেত্রে সংস্কার গড়ে তোলার জন্য এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।''