লন্ডন: লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে উন্মোচিত হল মহত্মা গান্ধীর মূর্তি। ৯ ফুট লম্বা এই ব্রোঞ্জ মূর্তিটি দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজীর ভারতের ফিরে স্বাধীনতা সংগ্রামে যোগদানের ১০০ বছরের স্মরণে তৈরি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মূর্তি তৈরির জন্য দ্য গান্ধী স্ট্যাচু মেমরিয়াল ট্রাস্ট ১ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছিলেন।


ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি মূর্তিটির উন্মোচন করেন। উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধীর নাতি গোপাল কৃষ্ণ গান্ধী। ছিলেন অমিতাভ বচ্চন। ব্রিটিশ ভাস্কর ফিলিপ জ্যাকসন এই মূর্তিটি তৈরি করেছেন।


জ্যাকসন জানিয়েছেন ১৯৩১ সালে গান্ধীর ইংল্যান্ড সফর কালীন কিছু ছবি তাঁর এই মূর্তি তৈরির অনুপ্রেরণা।


ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন জানিয়েছেন ''বিশ্ব ইতিহাসের অন্যতম উল্লেখ যোগ্য ব্যক্তির এই মূর্তি স্থাপন তাঁর প্রতি এক অসাধারণ শ্রদ্ধার্ঘ। পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন করে আমরা এদেশে ওনার চিরন্তন ঠিকানা তৈরি করলাম।''