ওয়েব ডেস্ক : ঠিক যেন হলিউডের সিনেমা। ঝড়ের হলিউডি সিনেমায় যেমন হয়, ঠিক তেমনই ঘটল এখানে। টর্নেডো! নামটি শুনলেই তার ভয়াবহতার কথা চিন্তা করে পিলে চমকে ওঠে। প্রত্যেক বছর পশ্চিম আমেরিকার দেশগুলিতে টর্নডোর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভেঙে পড়ে একের পর এক সভ্যতা। সম্প্রতি কলোরাডো উপত্যকায় এমনই এক টর্নেডোর ছবি ধরা পড়েছে রিড টিমারের ক্যামেরায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'এক্সট্রিম স্টর্ম চেজার' নামে পরিচিত রিড দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলেন কিভাবে আস্ত একটি টর্নেডোকে লাইভ মোডে ক্যামেরাবন্দি করবেন। অবশেষে নিজের নার্ভ ধরে রেখে তিনি এই রাক্ষুসে ঝড়কে লেন্সবন্দি করতে সক্ষম হন। তাও আবার লাইভ মোডেই। ভিডিওটি সোশাল মিডিয়ায় আপলোড করতেই এখন তা ভাইরাল। 


দেখুন সেই ভিডিও-