ওয়েব ডেস্ক: ফের ভূমিকম্প মেক্সিকোয়। শনিবার ৬.২ তিব্রতার ভূমিকম্পে সেদেশের বিস্তীর্ণ এলাকা। চলতি মাসে পর পর দুটি ভূমিকম্পে মেক্সিকোয় ইতিমধ্যে ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। ফের ভূমিকম্পে তীব্র আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিনের কম্পনের উপকেন্দ্র ছিল মেক্সিকোর অক্সাকা প্রদেশের মাতিয়াস রোমেরো শহর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। চলতি মাসে এই নিয়ে তৃতীয় বড় ভূমিকম্প হল মেক্সিকোয়। গত ৭ সেপ্টেম্বর ৮.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল। 


গত বৃহস্পতিবার ৭.১ তীব্রতার ভূমিকম্পে ধূলিষ্মাত্ হয়ে যায় মেক্সিকোর বিস্তীর্ণ অংশ। সেখানে উদ্ধারকাজ চলাকালেই এদিনেক কম্পন অনুভূত হয়। কম্পন শুরু হলে উদ্ধারকাজ স্থগিত করে দেন উদ্ধারকারীরা।