New Zealand: ঘূর্ণিঝড়ের পরে এবার শক্তিশালী ভূমিকম্প! সুনামি-সতর্কতা রয়েছে?
New Zealand: কিছুদিন আগেই বন্যায় বিপর্যস্ত ছিল নিউ জিল্যান্ড। আবার বিপদ সেখানে। এবার ভূমিকম্প। প্রাকৃতিক দুর্যোগের এই জোড়াফলায় নাজেহাল নিউ জিল্যান্ড।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই বন্যায় বিপর্যস্ত ছিল নিউ জিল্যান্ড। আবার বিপদ সেখানে। এবার ভূমিকম্প। প্রাকৃতিক দুর্যোগের এই জোড়াফলায় নাজেহাল নিউ জিল্যান্ড। এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে ৬.১ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছে। রীতিমতো বিপর্যস্ত ওয়েলিংটন। এমনিতেই ঝড়ে ও জলে বিপর্যস্ত গোটা দেশ। নিউ জিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সেন্টার একটি ট্যুইট করে জানিয়েছে-- কম্পনটা উত্তর দ্বীপে হয়েছে, তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও আসেনি। নেই সুনামি-সতর্কতাও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুক স্ট্রেট যা উত্তর দক্ষিণ দ্বীপভূমিকে আলাদা করেছে, তার প্রায় ৭৪ কিলোমিটার নীচে এই কম্পন অনুভূত হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে এই খবর জানিয়েছে। কয়েক সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছিল উত্তর দ্বীপাঞ্চলে। বলা হচ্ছে, গত এক দশকে 'সাউথ প্যাসিফিক নেশন'-এর সব চেয়ে ধ্বংসাত্মক আবহাওয়ার শিকার হয়েছে নিউ জিল্যান্ড।
আরও পড়ুন: Queen Consort Camilla: কেন কোহিনুরখচিত বিতর্কিত মুকুট পরবেন না কুইন কনসর্ট ক্যামিলা?
এর আগে একটি ঘূর্ণিঝড় ধেয়ে এসেছে নিউ জিল্যান্ডে। এর ফলে প্রচুর বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে গিয়েছে। উত্তর দ্বীপের দিকেই ধেয়ে এসেছিল ঝড়টি। এর এক সপ্তাহ থেকেই অকল্যান্ডে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড়টি প্রথম দিকে নিউজিল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান করছিল।