সংবাদ সংস্থা: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। মার্কিন জুওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, জাভা দ্বীপপুঞ্জে এই ভূমিকম্পের উত্পত্তি স্থল। তবে, কোনও সুনামির সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া দফতর থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ১৯-এ জেরুজালেমে নয়া মার্কিন দূতাবাস, জানাল ট্রাম্প প্রশাসন


শক্তিশালী কম্পনের পর জাকার্তায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। রাস্তায় নেমে আসেন মানুষ। বহুতল হাসপাতাল থেকে রোগীদের বের করে নিয়ে আসা হয়। তবে, এখনও পর্যন্ত কোনও মৃত্যু বা আহতর খবর জানা যায়নি।


আরও পড়ুন- মাছের পেট থেকে বেরল প্ল্যাস্টিক বোতল, লাইটার, চিরুনি...


ইন্দোনেশিয়ার চিলি দূতাবাসের এক কর্মী জানিয়েছেন, তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একাধিক বার কম্পন অনুভব করি। ভবন যে ভাবে কাঁপতে শুরু করেছে, সিড়ি দিয়ে নেমে আসতেই ভয় পাচ্ছিলাম। তবে, ওই কর্মী জানান, এমন ভূমিকম্প আমরা প্রয়শই অনুভব করি। প্রসঙ্গত, বিশ্বের ভূমিকম্প প্রবণ দেশগুলির মধ্য অন্যতম হল ইন্দোনেশিয়া।


আরও পড়ুন- নিশ্চিন্তে থাকুন, ৪ ফেব্রুয়ারি পৃথিবী ধ্বংস হচ্ছে না