নিজস্ব প্রতিবেদন: সাবধান! পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে এক ভয়ানক সৌরঝড়। যার ফলে বিঘ্নিত হবে এই গ্রহের যোগাযোগ ব্যবস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও কী কী হবে? বিজ্ঞানীরা অনেক অঘটনেরই আশঙ্কা করছেন। তবে আসলে ব্যাপারটা ঠিক কী ঘটবে, তা ব্যাখ্য়া করেছেন বিজ্ঞানীরা। যেমন, এই সৌর ঝড়ের ফলে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর দুই মেরুতে আরও ঘনঘন আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখা যেতে পারে মেরুজ্যোতি। এই মহাজাগতিক ঘটনার ফলে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে গোটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর মেরু, উত্তর আমেরিকা, ইউরোপের যাবতীয় রেডিয়ো যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎপরিষেবা। ব্যাহত হতে পারে জিপিএস ও মোবাইল পরিষেবাও।


আরও পড়ুন: Last Chandra Grahan 2021: কবে কখন কোথা থেকে দেখা যাবে বছরের শেষ চন্দ্রগ্রহণ


কী এই জিওম্যাগনেটিক স্টর্ম? নাসার মতে, সৌরবাতাস থেকে যখন এক শক্তিশালী তরঙ্গ পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আছড়ে পড়ে তখন পৃথিবীর আবহে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশ্য শুধু তরঙ্গই নয়, সূর্য থেকে এই সময় পৃথিবীতে আছড়ে পড়ে প্লাজমাও। জানা গিয়েছে, এই ঘটনায় সূর্যের X1 ফ্লেয়ার বেরিয়ে আসে।  


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: #DontChooseExtinction: রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে হঠাৎই হাজির আস্ত এক ডাইনোসর!