Last Chandra Grahan 2021: কবে কখন কোথা থেকে দেখা যাবে বছরের শেষ চন্দ্রগ্রহণ
Oct 25, 2021, 16:26 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন : ১৯ নভেম্বর চন্দ্রগ্রহণ। এটাই এই বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ। তবে এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়। আংশিক চন্দ্রগ্রহণ। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ-
2/6
দেশে কোথায় দেখা যাবে গ্রহণ?
উত্তরপূর্ব ভারত থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতে মূলত অরুণাচল প্রদেশ ও আসাম থেকে দেখা যাবে গ্রহণ।
photos
TRENDING NOW
3/6
চন্দ্রগ্রহণের সময়সীমা
জ্যোতির্বিদরা জানাচ্ছেন, ১৯ নভেম্বর, শুক্রবার সকাল ১১টা বেজে ৩৪ মিনিট থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ। শেষ হবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে।
4/6
বিদেশে কোথায় দেখা যাবে?
ভারতের পাশাপাশি এই চন্দ্রগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে।
5/6
চন্দ্রগ্রহণ কখন হয়?
চন্দ্রগ্রহণ কখন হয়?
বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, পূর্ণিমার দিনে সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে, সূর্য-পৃথিবী-চাঁদ যখন এক সরলরেখায় হয়ে যায়, তখনই চন্দ্রগ্রহণ হয়। এক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়।
6/6
আংশিক চন্দ্রগ্রহণ
অন্যদিকে পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝখানে চলে এলেও, পুরোপুরি এক সরলরেখায় থাকে না, তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ। এক্ষেত্রে পুরো চাঁদটা নয়, চাঁদের একটা অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়।