নিজস্ব প্রতিবেদন: করোনার ভয়ে ঘরবন্দি আর কতদিন! এমাসের শেষদিকে খুলছে স্কুল। এক্ষেত্রে একধাপ এগিয়ে ইরান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টানা সাত মাস পরে শনিবার থেকে ইরানে খুলে দেওয়া হয়েছে স্কুল। কিন্তু স্কুলে সামাজিক দূরত্ব বজায় থাকবে কীভাবে! নতুন পন্থা বের করেছে কর্তৃপক্ষ।


আরও পড়ুন-একগুচ্ছ নিয়ম মেনে ঢুকতে হবে স্টেশনে! যাত্রী, কর্মীদের জন্য নির্দেশিকা মেট্রো কর্তৃপ



ইরানে কচিকাঁচাদের একটি স্কুলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পড়ুয়াদের ক্লাসরুমে বসানো হয়েছে স্বচ্ছ প্লাস্টিকের তাঁবুর মধ্যে। এভাবেই নাকি তাদের করোনা ভাইরাস থেকে বাঁচানো যাবে তাদের।


ছবিটি সোশ্য়াল মিডিয়ায় প্রথম শেয়ার করেন সাংবাদিক ফারনাজ ফাসিহি। সেখানে তিনি লেখেন, মহামারীর সময়ে এই হল ইরানের স্কুল। ছবি দেখা যাচ্ছে, ক্লাশরুমে তাঁবুর মধ্যে বসেই কাজ করছে খুদে পড়ুয়ারা। কারও মুখে মাস্ক নেই।


আরও পড়ুন-কঙ্গনার অফিস ভাঙা নিয়ে বিতর্ক, মুম্বইকে সরাসরি 'পাকিস্তান' বলে আক্রমণ করলেন অভিনেত্রী  


ছবিটি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এমন অভিনব ব্যবস্থার প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ আবার সরকারকে তুলোধনা করেছেন। তাঁদের  বক্তব্য, করোনা যখন এখনও দেশ থেকে যায়নি তখন স্কুল খুলে ছোটছোট ছেলেমেয়েদের এভাবে বিপদে ফেলার প্রয়োজন কী ছিল!