নিজস্ব প্রতিবেদন: বিধ্বংসী ঝড় এবং বৃষ্টির জোড়ায় ফলায় ফিলিপিন্সে মৃত বেড়ে দাঁড়ল ১২৬। গত ২৯ ডিসেম্বর ফিলিপিন্স দ্বীপপুঞ্জের মিন্ডানাওতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। মিন্ডানাও দক্ষিণ ফিলিপিন্স দীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। পাশাপাশি প্রবল ঝড় আছড়ে পড়ে মধ্য এবং পূর্ব ফিলিপিন্স দ্বীপে। পাশাপাশি, টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস দেখা যায়। মানিলার দক্ষিণ-পূর্বে বিকল এলাকায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু খবর মিলেছে। তবে, গত সপ্তাহে ওই মৃতের সংখ্যা আরও বেড়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতে রাফাল ওড়ার আগেই অত্যাধুনিক যুদ্ধবিমান কিনে ফেলল পাকিস্তান!


ফিলিপিন্সের জাতীয় বির্পযয় মোকাবিলা মুখপাত্র এদগার পোসাদাস জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে পুরোদমে। তবে, কাদা-জলে বিস্তির্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ছে বলে দাবি এদগারের। প্রায় দেড় লক্ষ মানুষ ঘরছাড়া। জখম হয়েছেন ৭৫ জন। কমপক্ষে ২৫ জনের খোঁজ নেই বলে জানাচ্ছেন উদ্ধারকারীরা।


গত শুক্রবার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। ওই এলাকার বিভিন্ন স্কুল ত্রাণশিবির তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রডিগ্রো। প্রসঙ্গত প্রতি বছর কমপক্ষে ২০টি ঝড়ের মুখোমুখি হতে হয় ওই দ্বীপরাষ্ট্রটিকে। ২০১৩ সালে ভয়াবহ  সুপার টাইফুন হায়ানের তাণ্ডবে প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয় ফিলিপিন্সে।