নিজস্ব প্রতিবেদন: অবশেষে দুনিয়ার ৬টি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের মার্কিন ‌যুক্তরাষ্ট্রে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করার ছাড়পত্র পেয়ে গেল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এ ব্যাপারে অনুমতি দিয়ে দিল মার্কিন ‌যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ৯ বিচারপতির মধ্যে ৭ জন নিষেধাজ্ঞার পক্ষে মত দেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, ক্ষমতায় আসার পরই জঙ্গি হামলার আশঙ্কায় ৬টি দেশের নাগরিকদের মার্কিন মুলুকে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে নিজের দেশেই প্রবল সমালোচনার মুখে পড়ে ‌যান নবনি‌যুক্ত প্রেসিডেন্ট। আদালতেও তাঁর ওই নিষেধাজ্ঞা মুখ থুবড়ে পড়ে। ফলে সেই নিষেধাজ্ঞা জারি করতে পারেননি ট্রাম্প। তবে এবার আর সেই বাধা রইল না।


আরও পড়ুন-প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর


মার্কিন প্রেসিডেন্ট এবার সেই নিষেধাজ্ঞা জারি করলে তার আওতায় পড়ে ‌যাবে চাদ, ইরান, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়ার মতো দেশ। পাশাপাশি উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের উপরেও ওই নিষেধাজ্ঞা বলবত হল। এর আগে মার্কিন নিম্ন আদালত রায় দিয়েছিল ওই ৬ দেশের ‌যেসব নাগরিকের আত্মীয়রা মার্কিন ‌যুক্তরাষ্ট্রে থাকেন তাদের ঢুকে দিতে হবে। এবার হয়তো সেটাও বন্ধ হতে চলেছে।


আরও পড়ুন-এখনই জট কাটছে না, অভিভাবকদের লেখা GD বিড়লা কর্তৃপক্ষের চিঠিতে অমার্জনীয় ত্রুটি