নিজস্ব প্রতিবেদন: আবু ধাবিতে ইসলামিক রাষ্ট্রের সংগঠন অরগানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (OIC)-র বিদেশমন্ত্রীদের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছেন সুষমা স্বরাজ। ভারতকে প্রধান অতিথির সম্মান দেওয়ায় বৈঠক বয়কট করেছে পাকিস্তান। শুক্রবার পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনে একথা জানিয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী শাহ মামুদ কুরেশি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শুক্রবার OIC-র মঞ্চ থেকে নাম না করে পাকিস্তান বিঁধলেন সুষমা। বললেন, 'আমরা সত্যিই মানবতাকে বাঁচাতে চাইলে যে সমস্ত দেশ সন্ত্রাসবাদকে আশ্রয় ও অর্থ দিচ্ছে তাদের বলতে হবে, তারা যেন তাদের মাটিতে সন্ত্রাসবাদী ক্যাম্প ধ্বংস করে ফেলে। একই সঙ্গে তাদের দেশে বেড়ে ওঠা সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য বন্ধ করতে হবে সেই দেশকে।' 


ইসলামিক রাষ্ট্রের সম্মেলনে প্রধান অতিথি ভারত, হিংসায় জ্বলেপুড়ে বয়কট পাকের


সুষমা বলেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনও নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়। ইসলাম মানে শান্তি। আল্লাহের ৯৯টি নামের কোনওটির অর্থই হিংসা নয়।'


তিনি বলেন, 'দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। মানুষের প্রাণ যাচ্ছে। আমি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩০ কোটি ভারতবাসী ও ১৮.৫ কোটি ভারতীয় মুসলিমের আশীর্বাদ নিয়ে এখানে এসেছি। ভারতীয় মুসলিমরা আমাদের বিবিধতার অংশ।'