নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকেই সেখানে নানা সঙ্কট দেখা দিয়েছে। সামাজিক নানা ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ-- সব ক্ষেত্রেই তালিবানি ফতোয়া সে দেশে নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার ক্ষমতা লাভের আগে ও পরে নানা সময়ে নানা অদ্ভুত তালিবানি ফতোয়া ব্যতিব্যস্ত করে রেখেছে দেশটিকে। স্বাধীন ভাবে মেয়েদের চলাফেরা, পড়াশোনা, পোশাক-আশাক ইত্যাদিতে তারা নানা নিয়ম কানুন আরোপ করেছে। এবার তালিবান এক আশ্চর্য ফতোয়া আনল! কেউ টাই পরতে পারবে না!


একটি নির্দেশিকায় ছাত্র ও শিক্ষকদের বলা হয়েছে, তাঁরা স্কুলে এখন থেকে আর টাই পরতে পারবেন না। স্কুলে টাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। যদিও এটিকে তালিবানের এক অংশ নিছক নির্দেশিকা হিসেবেই দেখাচ্ছেন, বিভিন্ন মহল এটিকে ফতোয়া হিসেবেই দেখছেন। 


আরও পড়ুন: Biggest Comet: ৩৬ হাজার কিমি বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে সবচেয়ে বড় ধূমকেতু! কী হবে?   


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)