নিজস্ব প্রতিবেদন: কাবুলে ক্ষমতা দখলের প্রায় দু'সপ্তাহ পর শুক্রবার আফগানিস্তানে (Afghanistan) সরকার গড়তে পারে তালিবান (Taliban)। সূত্রের খবর, শুক্রবারের নমাজ পাঠের পরেই নয়া সরকারের ঘোষণা করতে পারে জেহাদিরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন সেনা প্রত্য়াহারের ঘোষণার পরই আফগানিস্তানে একের পর একে এলাকা দখলে নিতে থাকে তালিবান। এরপর ১৫ অগাস্ট কাবুলের দখল নেয় তালিবানরা। রাজধানীর দখল নিয়ে নিজেদের বিজয়ী বলে ঘোষণা করে জেহাদরা। দেশ ছেড়ে পালিয়ে যান আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। এরপর ৩১ অগাস্ট মার্কিন সেনা সম্পূর্ণ ভাবে সরে গেলে সরকার গঠনের ঘোষণা করে তালিবান। সূত্রের খবর, সেই পরিকল্পনা মতোই শুক্রবার সকারের ঘোষণা করতে পারে তালিবান। এর আরও একটা কারণ হল, ইসলাম ধর্মাবলম্বিদের কাছে জুম্মাবার বা শুত্রবার হল পবিত্র দিন। তাই এদিনই নয়া সরকার ঘোষণার সম্ভাবনা প্রবল।


আরও পড়ুন: Gun Violence: টাকার বিনিময়ে বন্দুকের নলে ঠুলি? নিরাপত্তা কিনতে হচ্ছে ডলার খরচ করে!


সূত্রের খবর, তাদের 'সুপ্রিম লিডার' হাইবাতুল্লা আখুন্দজাদা (Haibatullah Akhundzada)-র নেতৃত্বে আফগানিস্তানে চলবে তালিবান সরকার। টোলো নিউজ সূত্রে খবর, ইতিমধ্যে সরকারের গঠন কাঠামো ঠিক করে ফেলেছে তারা। হাইবাতুল্লা আখুন্দজাদাকে মাথায় বসিয়ে তার অধীনে কাজ করবে একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। খবরটি নিশ্চিত করেছেন তালিবান কালচারাল কমিশনের এক সদস্য Anamullah Samangani। গত ছ'মাস ধরে তালিবান সদস্য এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেননি হাইবাতুল্লা আখুন্দজাদা (Haibatullah Akhundzada)। মে মাসের ঈদের সময় শেষবার অনুগামীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন 'সুপ্রিম লিডার'।


আরও পড়ুন: War cost: ২০০২ সাল থেকে শুধু 'যুদ্ধ-খাতে'ই ব্যয় হয়েছে মানবসভ্যতার ২১ ট্রিলিয়ন ডলার!


তবে সম্প্রতি 'সুপ্রিম লিডার'-এর অবস্থান স্পষ্ট করেছে জঙ্গি গোষ্ঠীটি। তালিবান (Taliban) মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) জানায়, আফগানিস্তানেই রয়েছে হাইবাতুল্লা আখুন্দজাদা (Haibatullah Akhundzada)। শীঘ্রই প্রকাশ্যে আসবে জঙ্গি নেতা। কান্দাহারের গোপন আস্থানায়  বসে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে হাইবাতুল্লা আখুন্দজাদা (Haibatullah Akhundzada)।