Gun Violence: টাকার বিনিময়ে বন্দুকের নলে ঠুলি? নিরাপত্তা কিনতে হচ্ছে ডলার খরচ করে!

| Sep 02, 2021, 22:36 PM IST
1/6

ট্রিগার থেকে আঙুল সরান

not pull the trigger

কিছু টাকা দিচ্ছি, প্লিজ ট্রিগার থেকে আঙুলটা সরিয়ে নিন! প্রায় এই রকমই অবস্থা চলছে কোথাও কোথাও।   

2/6

সান ফ্রান্সিসকো

San Francisco

যেমন San Francisco-তে। তারা মনে করছে, তাদের শহরে যে ভাবে দিন দিন বন্দুকবাজি বাড়ছে তা বন্ধ করার একটিই উপায়। লোকজনের হাতে টাকা গুঁজে দাও। যাতে তারা বন্দুকের ট্রিগার অন্তত না চাপে! 

3/6

ঝুঁকিপূর্ণ

HIGH RISK

কে নেবে রোজ রোজ বিপদের ঝক্কি! তার চেয়ে এই ভাল। কিছু টাকার বিনিময়ে যদি কেনা যায় জরুরি নিরাপত্তাটুকু। মন্দ কী?  

4/6

ক্যালিফোর্নিয়া

California

এটা অবশ্য পরীক্ষিত। ক্যালিফোর্নিয়ায় যেমন এই পন্থায় চলে লাভবান হয়েছে শহর। সেখানে কমেছে এই গান-ভায়োলেন্স। সেখানে এখন ক্রাইমের সংখ্যাও কমছে। 

5/6

অপরাধ-রোধী অর্থব্যয়

Cash for Criminals

এটাকে একটা প্রোগ্রাম হিসেবে ধরা হয়েছে। আর মজা করে প্রোগ্রামটির নাম রাখা হয়েছে-- Cash for Criminals! এতে জীবনও বাঁচল, আর অপরাধীকেও সম্ভাব্য অপরাধে জড়িয়ে পড়ে জেলের ঘানি টানতে হল না!

6/6

মানবাধিকার

Human Rights Commission

মোটামুটি কেমন খরচা, তার একটা হিসাবও পাওয়া গিয়েছে। মাসে ৩০০ ডলার! কোথাও তা বেড়ে মাসে ৫০০ ডলারও! শোনা যাচ্ছে, স্থানীয় মানবাধিকার কমিশনের এক আধিকারিক এ বিষয়টি নিয়ো হালকা চালে বলেছেন, সান ফ্রান্সিসকোয় ৫০০ ডলার  তেমন বড় কিছু নয়, কিন্তু তাতে যদি জীবন বাঁচে  তাহলে তার চেয়ে বড় কিছু হয় না!