ওয়েব ডেস্ক : কিশোরের দেহে হঠাতই স্তনবৃদ্ধি। রীতিমত অস্ত্রোপচার করে বাদ দিতে হল ডানদিকের স্তনের বর্ধিত অংশকে। ডাক্তাররা জানিয়েছেন, অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার ফলেই এমন ঘটনা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনের ঝেজিয়াং প্রদেশের ক্যাংগান কাউন্টির বাসিন্দা জিয়াও ইয়াং। ১৩ বছর বয়সে সে হঠাতই লক্ষ্য করে তার স্তনবৃদ্ধি ঘটছে। ডানদিকের স্তনের গঠনে ক্রমশ নারী বৈশিষ্ট্য ফুটে উঠছে। যদিও বামদিকের স্তনের গঠন অপরিবর্তিতই রয়েছে। ছ' বছরে কাপ-ব্রায়ের সমান আকার নেয় কিশোরের ডানদিকের স্তনটি। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তাররা।


চিকিত্সকরা জানিয়েছেন, অত্যধিক ফাস্টফুড খাওয়ার ফলে শরীরে নারী হরমোন ক্ষরণ বেশি হয়। হরমোনের ভারসাম্যের অভাবের ফলেই ঘটে এই ঘটনা। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় গাইনেকোমাস্টিয়া।


আরও পড়ুন, ব্রা-এর সাইজে রেস্তরাঁয় ছাড়!