কাশ্মীর নিয়ে পাকিস্তানেই কোণঠাসা শরিফ!
কাশ্মীর ইস্যুতে এবার পাক প্রধানমন্ত্রীকে একহাত নিলেন তেহেরেক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। কাশ্মীর নিয়ে নওয়াজ শরিফের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশগ্রহন করবে না তেহেরেক-ই-ইনসাফ। পাক প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান ও তাঁর দল তেহেরেক-ই-ইনসাফ।
ওয়েব ডেস্ক: কাশ্মীর ইস্যুতে এবার পাক প্রধানমন্ত্রীকে একহাত নিলেন তেহেরেক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। কাশ্মীর নিয়ে নওয়াজ শরিফের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশগ্রহন করবে না তেহেরেক-ই-ইনসাফ। পাক প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান ও তাঁর দল তেহেরেক-ই-ইনসাফ।
ইমরান খান জানিয়েছেন,"কাশ্মীর ইস্যু নিয়ে শরিফের মতের পক্ষে আমরা একমত নই। সর্বদলীয় বৈঠকে যাওয়া মানে তাঁকে সমর্থন করা হবে এবং তা শরিফের প্রচারও হবে। আমার দল সেটা চায় না। দলগত সিদ্ধান্ত নিয়েই তেহেরেক-ই-ইনসাফ সর্বদলীয় বৈঠক বয়কট করছে"। তিনি আরও জানান, "নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বহাল থাকার বৈধতা হারিয়েছেন"।